
সাংবাদিক রেজানুর ইসলামকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি
সাপ্তাহিক অগ্রযাত্রা পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ রেজানুর ইসলাম তার বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী সাংবাদিক রেজানুর ইসলামকে চিনেন না। অথচ এজাহারে অভিযুক্ত রেজানুর ইসলাম।
উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মহসীন আহমেদ স্বপন ও মহাসচিব সুজন মাহমুদ। সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা মামলা জাতির জন্য কলঙ্কময় ।আমরা সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশন এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।এবং উক্ত মামলা থেকে নির্দোষীদের বাদ দিয়ে দ্রুত চার্জশিট প্রদানের জন্য গাজীপুর জেলা পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করছি।