
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘সংস্কার কমিশনের প্রস্তাবের কপি বিএনপির হাতে এসে পৌঁছেছে। আমরা পর্যালোচনা করে এর মতামত দেব।’
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর মালিবাগে রাজনীতিকদের সম্মানে আয়োজিত গণ অধিকার পরিষদের ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সংস্কার একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া।
তাই অন্তর্বর্তী সরকারকে আলাপ-আলোচনার মধ্যেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশ গঠনে এগিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি জুলাই অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে। দেশের সব মানুষ সমর্থন দিয়ে আন্দোলন করেছে।
তারাও আকাঙ্ক্ষা ধারণ করে। দেশের মানুষের অধিকার, স্বাধিকার আন্দোলনে ও গণতন্ত্র প্রতিষ্ঠার সব চেয়ে বেশি ভূমিকা পালন করেছেন ছাত্ররা।’
প্রধান উপদেষ্টাকে উদ্দেশে করে তিনি বলেন, জনকল্যাণমুখী সংস্কারের সঙ্গে আমরাও একমত। আমরা আশা করি, প্রধান উপদেষ্টা শিগগিরই জনগণের চাহিদা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি পরিষ্কার রোডম্যাপ দেবেন।
একই অনুষ্ঠানে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘কৃত্রিমভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। কিছু কিছু দল বিভিন্ন কথা বলছে, এমনটা হলে জুলাই বিপ্লবের চেতনা বিনষ্ট হবে। আমরা যদি ইফতারের একটি টেবিলে একসঙ্গে এনজয় করতে পারি, তাহলে একসঙ্গে দেশকে এগিয়ে নিতে সমস্যা কী? হিংসা নিয়ে একসঙ্গে এগিয়ে যাওয়া যায় না। তাই আমরা আগামী নির্বাচন নিয়ে একসঙ্গে কাজ করব।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুর হক নুর বলেন, ‘নির্বাচন নিয়ে নানা ধরনের সংকট ও শঙ্কা তৈরি হয়েছে।
অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন বলে আমরা আশা করি।’
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।