
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ টি একক নাটক নির্মাণ করেছেন, নির্মাতা শিহাব মন্ডল । নাটক গুলোহলো, "দুঃখিনী মায়ের সংসার, "অহংকারী বউ, "মা আমার সম্পত্তি, নাটক গুলোতে অভিনয় করেছেন, ইমতু রাতিস, লাবন্য জেবিন, আনোয়ার শাহী, অনিতা অকিল, ইমরান আজান, হাসিমুন, রাজা হাসান,

হিরন সোহেল, তমা ইসলাম, খাইরুল আলম, আপন খান, মেরিনা, জাফর ইকবাল, জাকারিয়া সবুজ, আরিফ, তারেক, আরও অনেকে ।

গল্পগুলো রচনা ও পরিচালনা করেছেন শিহাব মন্ডল । নাটকগুলো প্রযোজনা করেছে । মন্ডল ফিল্মস, ডেলি মিডিয়া, জেবিন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল !