
চট্টগ্রাম মহানগরী এবং ফেনী সদর থানা এলাকায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করে হত্যা, মাদক এবং ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত চার জন পলাতক আসামীদের গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
“বাংলাদেশ আমার অহংকার”এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ২৪ মার্চ ২০২৫ইং তারিখ র্যাব-৭, চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এবং ফেনী সদর থাকা এলাকা হতে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী রুবেল , ফেনী জেলার ফেনী সদর মডেল থানা এলাকা হতে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবদুল আলী সুমন এবং ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী দেলোয়ার হোসেন টিটু ও তার এক সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়। অপারেশনের বিস্তারিত নিম্নরূপঃ
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার মামলা নং-১৬, তারিখ ১২ মার্চ ২০২৫ইং, ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলার ০৪নং এজাহারনামীয় পলাতক আসামী মোঃ রুবলে (৩০), চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৪ মার্চ ২০২৫ ইং তারিখ আনুমানিক ১৪৪৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ রুবলে (৩০), পিতা- মোহ্ম্মদ আলী, সাং-চাপাতলী, থানা- আনোয়ারা, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, ফেনী জেলার ফুলগাজী থানার মামলা নং-০২, তারিখ ০৩ মার্চ ২০২৩, ধারাঃ ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারনী ১০(ক) মামলার এক বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী আব্দুল আলী সুমন ফেনী জেলার ফেনী সদর মডেল থানাধীন হাসপাতাল মোড় এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৪ মার্চ ২০২৫ ইং তারিখ আনুমানিক ১৯০০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী আব্দুল আলী সুমন (৩২), পিতা-আব্দুল আহাদ, সাং-পেঁচিবাড়ীয়া, থানা-ফুলগাজী, জেলা-ফেনী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, ফেনী জেলার ফেনী সদর থানার মামলা নং-০৭, তারিখঃ ০৭ সেপ্টেম্বর ২৪ ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন- ২০০০ (সংশোধিত-২০২০) এর ৯(১)/৩০ মামলার ১নং এজাহারনামীয় আসামী টিটু এবং তার সহযোগী মাদক কারবারি মামুন একটি প্রাইভেটকার যোগে চট্টগ্রাম থেকে ফেনীর দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৪ মার্চ ২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ২৩৩০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী সদর থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় র্যাবের চেক পোস্টের দিকে আসা একটি সন্দেহজনক প্রাইভেট কারকে থামানোর সংকেত দিলে গাড়ীটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা আসামী ১। দেলোয়ার হোসেন টিটু (৩৮), পিতা-মৃত নুরুল হক, সাং-গোবিন্দপুর, থানা-ফেনী, এবং ২। মোঃ মামুন (৩৫), পিতা- গোলাম মোহাম্মদ, সাং-সুজাপুর, থানা-সোনাগাজী, জেলা-ফেনীদের আটক করতে করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে উক্ত প্রাইভটে কারের ভিতর হতে ৪০ পিস ইয়াো উদ্ধার সহ মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের’কে চট্টগ্রাম জেলার আনোয়ারা এবং ফেনী জেলার ফুলগাজী এবং ফেনী সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।