
সোমবার দুপুরে সাভারের বনগাঁ ইউনিয়ন বিএনপি উদ্দ্যোগে স্কুল মাঠ সংলগ্ন মাঠে মিলনমেলাটি অনুষ্ঠিত হয়। সাভার থানা বিএনপির সভাপতি ও বনগাঁ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সাইফুউদ্দিন সাইফুল এর সভাপতিত্বে,আমির হোসেন আমিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জামাল উদ্দিন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ্ মাইনুল হোসেন বিল্টু,আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া,খন্দকার মোস্তাক আহমেদ রনি-প্রচার সম্পাদক, সাভার থানা বিএনপি, শরিফুল ইসলাম খোকন,সাবেক সাধারণ সম্পাদক বনগাঁ ইউনিয়ন যুবদল স্থানীয় পযার্য়ের অন্যান্য নেতৃবৃন্দ ও জনসাধারণ। এসময় পুরো মাঠ প্রাঙ্গনটি একটি মিলনমেলায় পরিনত হয়।পুরো ইউনিয়নের প্রায় ৩০০০/৪০০০ লোককে খাওয়ানো হয়।