
অমিত সূএধর ঃসাভার উপজেলা প্রতিনিধি,
সাভার পৌরসভা এ গ্রেডের হলেও বিগত দিনের কাউন্সিলররা তেমন উন্নয়নের ছোয়া দিতে পারেননি সাত নং ওয়ার্ড কে। আমি আসন্ন সাভার পৌরসভা নির্বাচনে সাত নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী। আমার এই এলাকাটা অন্তত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সাভার পৌরসভার অর্থনৈতিক অঞ্চল হিসেবে পরিচিত।ঢাকা-মিরপুর বাইপাস সংযোগ সড়ক আমার এলাকার উপড় দিয়ে গিয়েছে। গড়ে উঠেছে বড় বড় শিল্প কারখানা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান-হাসপাতাল। স্থানীয় জনগনের পাশাপাশি বহিরাগত জনগন বসবাস করে।কিন্তুু দুঃখের বিষয় হলো বৃষ্টি নামলে বিভিন্ন রাস্তায় পানি জমে যা যান চলাচল ও জনগনের চলাচলে ব্যাঘাত ঘটায়, ঘটে বিভিন্ন ধরনের দুর্ঘটনা।রাস্তার বেহাল দশায় বিভিন্ন সময় দুর্ঘটনায় অনেকেই পঙ্গুত্ববরণ করেছেন, হারিয়েছেন নিজের জীবন। অসুস্থ রোগীর চিকিৎসা সেবা নিতে সমস্যার সম্মুখীন হতে হয়।
আমি জনগনের ভোটে নির্বাচিত হলে,আমার প্রথম কাজ হবে জনগনের নিরাপত্তা দেয়া।
খেলার মাধ্যমে কিশোরদের মাদক থেকে দূরে রাখবো।এই এলাকায় কোন মাদককারবারী-সেবনকারী, চাঁদাবাজা,কিশোরগ্যাং ও ছিনতাইকারী থাকবে না।পুরো এলাকাকে আলোক সজ্জিত করবো।আমার এলাকায় যারা টাকার অভাবে পড়াশোনা করতে পারছে না তাদের জন্য আমি আছি।কন্যাদায়গ্রস্থ পিতার পাশে আমি অতীতেও ছিলাম,এখনও আছি,ভবিষ্যতেও থাকবো।আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আপনাদের সেবা যেন মৃত্যু পর্যন্ত করতে পারি।