
ঢাকা-১৯ সংসদীয় আসন থেকে বিরুলিয়া ইউনিয়ন ও বনগাঁও ইউনিয়ন কে বাদ দেওয়ার প্রস্তাবের বিরুদ্ধে মানববন্ধন করেছেন সাভারের বিরুলিয়া ও বনগাঁও স্থানীয় বাসিন্দারা।
রবিবার (২৪ আগস্ট) সকাল ১১টায় সাভারের বলিয়াপুর আরিচা মহাসড়ক
কয়েকশ এলাকাবাসী হাতে হাত রেখে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।
প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আরিফ খান, সাভার থানা যুবদলের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী মোঃ সুমন শিরালী,মোঃ শাহজাহান সাভার থানা যুবদল,
বিরুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী শাহাবুদ্দিন সাহা, বিরুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী মোঃ বিল্লাল হোসেন।
নির্বাচন কমিশনের সদ্য ঘোষিত আসন পুনবিন্যাসে বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নকে ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা জানিয়ে বক্তারা বলেন,
"আমরা সারা জীবন ঢাকা-১৯ আসনের অংশ ছিলাম, ভবিষ্যতেও থাকতে চাই। ঢাকা-২ তে গেলে আমাদের দুর্ভোগ বাড়বে।"
প্রতিবাদকারীরা আরও বলেন, দাবি না মানলে ঢাকা-আরিচা মহাসড়ক, বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক এবং বিরুলিয়া বেরিবাঁধ সড়ক অবরোধ করার হুঁশিয়ারি দেন।