
আসন্ন সাভার পৌরসভা নির্বাচনে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম বলেন, আমি সাভার পৌরবাসীর উন্নয়নে কাজ করবো।আমি জানি এই পৌরসভার বিভিন্ন কী কী উন্নয়ন কাজ করতে হবে। আমি সাবেক কাউন্সিলর ছিলাম সাভার পৌরসভার ৩ নং ওয়ার্ডে।তারপর বিগত ফ্যাশিষ্ট সরকারের আমলে বিভিন্ন ধরনের মিথ্যা মামলায় আমি সাভারে থাকতে পারি নি।আমি যখন কাউন্সিলর ছিলাম তখনই পরিকল্পনা করেছিলাম এই পৌরসভার কি কি উন্নয়ন করতে হবে।বিগত সময়ে যারা মেয়র ছিলেন তারা ওইভাবে পৌরসভার উন্নয়ন করেননি।যার ফলে পৌরসভার বিভিন্ন রোডে বৃষ্টি নামলেই জল জমে।যার ফলে জনগনের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। আমি যদি আপনাদের দোয়ায় মেয়র হতে পারি এই শহরটাকে গড়ে তুলবো উন্নয়নের নগরী হিসেবে।মো্রে মোরে লাইট থাকবে লাইট ছিনতাইকারীর কবলে পড়বে না জনগন।হারাবেনা অর্জিত মূল্যবান সম্পদ।উন্নয়নের মহা পরিকল্পনা নিয়ে পুরো সাভার পৌরসভাকে ঢেলে সাজাবো আপনাদের মতামত নিয়ে। নিজের টাকায় বাড়ি বা ব্যবসা করবেন কাউকে একটা টাকাও চাঁদা দিতে হবে না।চাঁদাবাজ-কিশোরগ্যাং-মাদক সিন্ডিকেটের সাথে জড়িত সকলকে কঠোর শাস্তির আওতায় আনা হবে।এই পৌরসভা হবে সারা বাংলাদেশের উন্নয়নের রোল মডেল।