
সাভার বিরুলিয়া ইউনিয়ন উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের আক্রাণ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২নং ওয়ার্ডের ইউপি সদস্য তাইজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোছাঃ মনোয়ারা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মহসীন, বিরুলিয়া ইউনিয়ন গ্রাম্য আদালতের চেয়ারম্যান মোঃ মনিরুল হক, এবং বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব হাসান মন্ডল। এছাড়াও অত্র ওয়ার্ডের ইউপি সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।
অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি) ও সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বক্কর সরকার।
সভায় বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ইউনিয়ন উন্নয়ন পরিকল্পনা সঠিকভাবে প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। এজন্য স্থানীয় জনগণের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। তারা আরো উল্লেখ করেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ইউনিয়নের সার্বিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
সভায় উপস্থিত স্থানীয়রা ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক চাহিদা তুলে ধরেন। প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব প্রস্তাব বিবেচনা করে পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার