
*প্রেস রিলিজ*ইউনিট : জেলা পুলিশ, রংপুর।তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.*"রংপুর জেলা ডিবি ও কাউনিয়া থানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ২জন আসামী গ্রেফতার”**(ক)* গত ২২ সেপ্টেম্বর ২০২৫খ্রি. সন্ধা ১৯:২০ ঘটিকায় রংপুর জেলা ডিবি'র এসআই অমিত পার্থ সরকার সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া উপজেলার ৬নং টেপা মধুপুর ইউনিয়নের রাজিব মৌজাস্থ টেপা মধুপুর টু ভায়ারহাট মন্ডলপুরগামী পাকা রাস্তা উপর উপর অভিযান পরিচালনা করে অভিযুক্ত মোঃ নাহিদ হাসান(২৩), পিতা-মোঃ নাজমুল হোসাইন, মাতা- নাজমা বেগম, সাং: বিনোদ মাঝি, থানা-কাউনিয়া, জেলা- রংপুর এর হেফাজত থেকে ৭১ ( একাত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করেন এবং ধৃত অভিযুক্তকে নিয়ে জব্দকৃত মালামালসহ থানায় এসে মামলার এজাহার দায়ের করেন। এ সংক্রান্তে কাউনিয়া থানায় মাদক মামলা রুজু করা হয়।(খ) গত ২২ সেপ্টেম্বর ২০২৫খ্রি. রাত ২৩:৩৫ ঘটকার সময় কাউনিয়া থানার এসআই (নিঃ) মোঃ সাহানুর আলম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানাধীন ৫নং বালাপাড়া ইউনিয়নের হলদিবাড়ি মৌজাস্থ রেলগেট সংলগ্ন জনৈক মোঃ শেখ আব্দুল ওয়াদুদ এর তায়েবা স্টোর দোকান এর সামনে কুড়িগ্রাম টু রংপুর মহাসড়কের উপর কুড়িগ্রামের দিক থেকে আসা ১টি কালো-লাল রংয়ের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল আটক পূর্বক উপস্থিত পথচারি সাক্ষীর সম্মুখে তল্লাশি করে মোটরসাইকেলের চালকের সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত রক্ষিত এবং অভিযুক্ত চালক মোঃ মোর্শেদুল মমিন ওরফে বাবু (৩২), পিতা-মোঃ মকবুল হোসেন, মাতা-মোছাঃ মহিজন বেগম, সাং-ফকিরটারী,থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম এর দেখানো ও বের করে দেয়া মতে ২৪ (চব্বিশ) বোতল ফেন্সিডিল এবং মাদক বহনকাজে তল্লাশিকৃত মোটরসাইকেলটি উদ্ধারপূর্বক জব্দ করেন। অতঃপর জব্দকৃত মালামালসহ থানায় এসে মামলার এজাহার দায়ের করেন। এ সংক্রান্তে কাউনিয়া থানায় মাদক মামলা রুজু করা হয়।ধন্যবাদান্তেজেলা পুলিশ, রংপুর।