
ইতিহাস ঐতিহ্য ভরা ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয়ে গেল হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার রোমে বাংলাদেশী সনাতন ধর্মাবলম্বী ছাড়াও কলকাতার হিন্দুরা পৃথক মন্ডপ স্থাপন করে আয়োজন করে দুর্গাপূজার। বৃহস্পতিবার ঘট বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো এই উৎসব।
প্রতিবছরের মতো এবারও রাজধানীর রোমে একাধিক পূজা মন্ডপ স্থাপন করে সনাতন ধর্মাবলম্বীরা তাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করেছে। বৃহস্পতিবার বিজয়া দশমীতে ঘট বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো পাঁচ দিনব্যাপী এই দুধগুলো উৎসবের। সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবে বিভিন্ন পূজা মন্ডপে ভক্ত অনুরাগীদের উপচে পড়া ভিড় ছিল। বিশেষ করে এবার বেশ কয়েকটি খোলা মাঠে আয়োজন করা হয় দুর্গাপূজার। কলকাতার হিন্দু ধর্মাবলম্বীদের আয়োজনে এই দুর্গ সবে পূজা অর্চনার পাশাপাশি ছিল বর্ণাঢ্য সংস্কৃতিক অনুষ্ঠান। ভক্ত অনুরাগেরা বলছেন, বিদেশের মাটিতে পূজা করতে পেরে তারা আনন্দিত এবং তাদের কাছে মনে হয় না যে এটা বাংলাদেশে নয়।
বৃহস্পতিবার মা দুর্গা, পালকিতে করে ফিরে যান কৈলাসে। এবার দুর্গা এসেছিলেন নৌকাতে করে। ভক্ত অনুরাগীদের প্রার্থনা ছিল ইউরোপের বিভিন্ন দেশে যুদ্ধবিগ্রহ এবং সকল অশান্তির অবসান ঘটিয়ে মা দুর্গা যাতে শান্তির পরশ বুলিয়ে যান। বিদায় বেলায় ভক্ত অনুরাগীদের মধ্যে ছিল বিষাদের সুর। তারা আবার অপেক্ষা করবেন আরও একটি বছরের। ইতালির রাজধানীর রোমসহ বিভিন্ন প্রদেশে ২৪ টিরাও বেশি মন্ডপে স্থাপন করে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।