
অরেঞ্জা লাইফস্টাইলের জমকালো উদ্বোধন রূপায়ণ শপিং স্কয়ারে
১৭ অক্টোবর ২০২৫ রাজধানীর বসুন্ধরায় রূপায়ণ শপিং স্কয়ারে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হলো আধুনিক ফ্যাশন ব্র্যান্ড ‘অরেঞ্জা লাইফস্টাইল’-এর জমকালো গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান। ছেলে ও মেয়েদের জন্য সমসাময়িক পোশাকের সমন্বয়ে গড়ে ওঠা এই ফ্যাশন হাউসটি তরুণ প্রজন্মের রুচি, ফ্যাশন সচেতনতা ও স্টাইলকে তুলে ধরবে নতুনভাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বেলাল খান ও তাঁর কন্যা তাবিহা বারান, অভিনেতা শাওন মজুমদার, অভিনেত্রী সুবর্ণা আক্তার এবং হাসো চ্যাম্পিয়ন মিরু। তাঁদের উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে রঙিন ও প্রাণবন্ত।
অরেঞ্জা লাইফস্টাইলের কর্ণধাররা জানান, আধুনিক ট্রেন্ড ও মানসম্মত পোশাকের সমন্বয়ে গ্রাহকদের জন্য তারা আনতে চলেছেন এক নতুন শপিং অভিজ্ঞতা।
এ সময় আরও উপস্থিত ছিলেন রিয়েল ইস্কেমেটিক ইন্টেরিয়র সলিউশন-এর কর্ণধার ফাহাদ বিন জিলানী ফরহাদ। উদ্বোধনী দিনে বিশেষ ছাড় ও নানা আকর্ষণীয় আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো অরেঞ্জা লাইফস্টাইল-এর আনুষ্ঠানিক যাত্রা।