ফেনী সদর থানা এলাকায় র্যাব-৭, চট্টগ্রামের একটি বিশেষ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (তারিখ উল্লেখ করুন) রাতে ফেনী সদর এলাকায় অভিযান পরিচালনা করে তারা। এ সময় একটি প্রাইভেটকারে করে গাঁজা পরিবহনের চেষ্টা করছিল মাদক ব্যবসায়ীরা। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ফেনী ও আশপাশের এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব-৭।
দেশব্যাপী মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব কর্তৃপক্ষ।