
কুষ্টিয়ার কুমারখালীর প্রাইম প্লাস কোচিং এর ১০ বছর পুর্তি উপলক্ষে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে
১০ নভেম্বর (শনিবার) সকাল ১০ টাই কুমারখালীর সেরকান্দী বড় জামেমসজিদ সংলগ্ন প্রাইম প্লাস কোচিং এর অস্থায়ী ভবনে এই অনুষ্ঠান উদযাপিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলো প্রাইম প্লাস কোচিং এর প্রতিষ্ঠাতা পরিচালক রাকিব ইসলাম, প্রাইম প্লাস কোচিং এর ইসলাম শিক্ষা সাবজেক্টের শিক্ষক মোঃ অলি উল্লাহ, ইংরেজি সাবজেক্টের সাদিম হোসেন ও মিলন হোসেন,আইসিটি সাবজেক্টের মামুন হোসেন ,হিসাববিজ্ঞান সাবজেক্টের নাজিম ইসলাম, সমাজকর্ম সাবজেক্ট এর ইসরাত জাহান মুন।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রাইম প্লাস কোচিং এর বাংলা সাবজেক্টের পলাশ বিশ্বাস।অনুষ্ঠান শেষে প্রাইম প্লাস কোচিং-এর ১০ বছর পুর্তি উপলক্ষে কেক কাটা হয়।