
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির অন্যতম নেতা ভিপি আয়নুল হক। গত বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে তারেক রহমান সিরাজগঞ্জ-৩ সংসদীয় আসনের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক তৎপরতা এবং জনসম্পৃক্ততা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা উপজেলার তৃণমূল নেতাকর্মীদের ঐক্য, আন্দোলন-সংগ্রামে সক্রিয়তা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে দলের ভূমিকা সম্পর্কে তিনি খোঁজখবর নেন।
এসময় তারেক রহমান এলাকাভিত্তিক সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা, দলীয় ঐক্য বজায় রাখা এবং জনগণকে সম্পৃক্ত করে রাজনৈতিক কর্মসূচি পরিচালনার বিষয়ে ভিপি আয়নুল হককে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সাক্ষাৎকালে ভিপি আয়নুল হক তারেক রহমানকে রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা এলাকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অবহিত করেন। তিনি জানান, বর্তমানে এই অঞ্চলের নেতাকর্মীরা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি ঐক্যবদ্ধ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে সক্রিয় থাকতে দৃঢ়প্রতিজ্ঞ।
ভিপি আয়নুল হক বলেন,
“তৃণমূলের নেতাকর্মীরাই আমাদের দলের মূল শক্তি। আমরা সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি এবং দলকে আরও সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
তারেক রহমানের সঙ্গে এই সাক্ষাতের খবর সিরাজগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় পৌঁছালে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়। স্থানীয় নেতাকর্মীদের ধারণা, এই বৈঠকের ফলে আগামী দিনে দলীয় কার্যক্রমে আরও গতি আসবে এবং সাংগঠনিকভাবে বিএনপি আরও শক্ত অবস্থানে পৌঁছাবে।
সাক্ষাৎ শেষে ভিপি আয়নুল হক সংবাদমাধ্যমকে বলেন,
“দেশনায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ একটি শক্তিশালী অবস্থানে রয়েছে। তিনি আমাদের অভিভাবক। এলাকার সাংগঠনিক পরিস্থিতি জেনে তিনি সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখার নির্দেশ দিয়েছেন।”