ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে মোট বৈধ প্রার্থী রয়েছেন ৩৮ জন।
বুধবার সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা) আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হককে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক প্রদান করা হয়।
এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী ফজলুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আব্দুর রউফ এবং স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস রেজা রবিন নিজ নিজ প্রতীক পেয়েছেন।
প্রতীক বরাদ্দ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভিপি আয়নুল হক বলেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়; এটি গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মুক্তির প্রতীক। রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গার মানুষ অতীতেও ধানের শীষের পক্ষে ছিলসংসদ, এবারও তারা নির্ভয়ে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে। আমি আশা করি, এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য।”

ইসি সূত্র জানায়, আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন। এর আগে গতকাল প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হয়েছে। সারা দেশে ৩০৫ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে ২৯৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ১ হাজার ৯৬৭ জন প্রার্থী।
নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী, ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত প্রচারণা চলবে। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। একই দিনে পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে।