
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন কুমিল্লা সফরকে কেন্দ্র করে প্রস্তুতি জোরদার করেছে দলটি। আগামী ২৫ জানুয়ারি কুমিল্লা সফরে আসছেন তারেক রহমান। ওইদিন দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলী মাঠে অনুষ্ঠিত হবে জনসভা।
এই জনসভাকে সামনে রেখে বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ফুলতলী জনসভাস্থল পরিদর্শন করেন বিএনপির শীর্ষ নেতারা।
মাঠ পরিদর্শনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ আসনের মনোনীত প্রার্থী মো. আবুল কালাম, কুমিল্লা-১১ আসনের মনোনীত প্রার্থী কামরুল হুদা, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।
মাঠ পরিদর্শনের আগে তারেক রহমানের আগমন উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দীর্ঘ ২১ বছর পর দেশনায়ক তারেক রহমান কুমিল্লায় আসছেন। তার এই ঐতিহাসিক আগমনকে স্মরণীয় করে রাখতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।
বক্তারা আরও জানান, কুমিল্লার প্রতিটি উপজেলা থেকে লাখ লাখ বিএনপির নেতাকর্মী ও সমর্থক এই জনসভায় অংশ নেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।