
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেছেন, অনেক রক্তের বিনিময়ে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব এই অধিকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এ অধিকার প্রতিষ্ঠিত হলে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে।
রোজ শুক্রবার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামের বাহরান পীর সাহেবের ৩৯ তম ওরস মোবারকে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ওরস মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর পৌর বিএনপির সভাপতি জনাব হযরত আলী মিঞা ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলী হোসেন রনি,সাবেক বি আর ডি বি এর চেয়ারম্যান হাজী সোহরাব
টাঙ্গাইল জেলা জাসাস এর যুগ্ন আহবায়ক গাজী মাসুদ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ সিকাদার, আরিফুরজ্জামান শাহীন,আলমগীর হোসেন, উপজেলা জাসাস এর সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম উপজেলা ছাএদলে যুগ্ম আহ্বায়ক আল ফাহাদ প্রমুখ। ওরস মাহফিল সভাপতিত্ব করেন মোঃ হায়দারুজামান সরকার।

সাঈদ সোহরাব বলেন, দীর্ঘ দিন দেশের জনগণের উপর ফ্যাসিস্ট সরকার ভর করেছিল। তারা জনগণের সকল অধিকার হরন করে দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।
আগামী দিনে জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করবে ।তিনি বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান।