অমিত সূএধর ঃসাভার উপজেলা প্রতিনিধি,
রবিবার সকাল ১১টায় বলিয়ারপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে এ মানববন্ধনের আয়োজন করেন স্থানীয়রা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আইয়ুব খান, সাবেক সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন পাপ্পু, সাভার পৌর যুবদলসহ স্থানীয় পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।
এ সময় বক্তারা বলেন, “আমরা ঢাকা-১৯ আসনেই থাকতে চাই। ভৌগোলিক ও রাজনৈতিক দিক থেকে বনগাঁ ও বিরুলিয়া ইউনিয়নকে ঢাকা-২ এ স্থানান্তর করা হলে নানা সমস্যার সৃষ্টি হবে।”
মানববন্ধনে মো. আইয়ুব খান বলেন আমি নিজেও তাদের দাবির সাথে একমত।আজ এই মানববন্ধনে একটা কথা বলতে চাই নির্বাচন কমিশন কে, ভৌগোলিক ও রাজনৈতিক অবস্থা বিবেচনা করে পুনরায় ঢাকা ১৯ আসনে রাখার জোড় দাবি জানাই।ঢাকা ২ আসলে এই দুইটি ইউনিয়ন গেলে ভোগান্তির শেষ থাকবে না।
আমাদের এই ইউনিয়ন থেকে ৩৫/৪০ দূরে অবস্থান ঢাকা ২ আসনের।ছোট্ট একটা কাজে গেলেও আমাদের ভোগান্তির পোহাতে হবে।রাজনৈতিক ভাবে এই দুইটি ইউনিয়ন একেবারে দুর্বিষহ অবস্থায় পড়বে। তাই আমি সহ অএ এলাকার সকলের জোড় দাবি একটাই,বিষয়টি পুনর্বিবেচনার করে ঢাকা ১৯ আসনে পুনরায় এই দুই ইউনিয়নকে রাখার।