সাভার পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অমিত সূএধর ঃসাভার উপজেলা প্রতিনিধি,
সাভার পৌরসভার ৩নং ওয়ার্ডে পৌর বিএনপির আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।এ সময় ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ কবির আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন এর সঞ্চলনায় সভাটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতিখন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইব্রাহিম মিয়া, পৌর বিএনপির সহসভাপতি মোঃ ফেরদৌস আহমেদ প্রদীপ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আলম খান, সাভার পৌর বিএনপির প্রচার সম্পাদক মোঃ নাসিরুদ্দিন উকিল, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মোঃ দেলোয়ার হোসেন খোকনসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু বলেন,আপনারা সকলেই ওয়ার্ড কমিটি দেয়ার ব্যাপ্যারে একটা বিষয় লক্ষ্য রাখবেন,আওয়ামী লীগের কোন দোসর যেন সদস্য হতে না পারে।তারা সদস্য হলে হাজারো শহীদ পরিবার বিচার পাবে না।যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তারা এই কমিটি দেখিয়ে নিজেকে নির্দোষ দাবি করবে। আরও একটা ব্যাপ্যার লক্ষ্য রাখতে হবে যারা দোসরদের সাথে মিলেমিশে ব্যবসা করেছে পিঠ বাঁচানোর জন্য তাদেরও কমিটিতে নবায়ন করা যাবে না।এই ঘটনা প্রমানিত হলে সকল দায় কিন্তু ওয়ার্ড কমিটির নেতৃস্থানীয়দের পড়বে।এই সকল বিষয়
লক্ষ্য রেখে কমিটিতে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন করতে হবে।