কক্সবাজারের সংবাদ কর্মী আবির হোসেন সান–এর প্রতি সন্ত্রাসী দিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আলোচিত লেডি বাইকার আলিফার বিরুদ্ধে।
জানা গেছে, প্রায় এক মাস আগে কক্সবাজারের একটি স্থানীয় পত্রিকায় লেডি বাইকার আলিফাকে ঘিরে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদনের সূত্র ধরে আলিফা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং অভিযোগ অনুযায়ী, তিনি সাংবাদিক আবির হোসেন সানকে বিভিন্ন সময় হুমকি ও মানসিক নির্যাতন দিয়ে আসছেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, উক্ত রিপোর্টটি করেছিলেন অন্য এক সাংবাদিক, কিন্তু আলিফা নাকি ভুলবশত বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আবির হোসেনকে দায়ী করে তাকে ক্রমাগত ভয়ভীতি দেখাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ইতিমধ্যে কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর মাধ্যমে হত্যার পরিকল্পনাও সাজিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় কক্সবাজারের গণমাধ্যম অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সংবাদ কর্মী আবির হোসেন বলেন,
রিপোর্টটি আমি করিনি, কিন্তু তারপরও আমাকে বারবার হুমকি দিচ্ছে। মানসিকভাবে আমাকে ভীষণভাবে টর্চার করা হচ্ছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ দাবি করেছেন স্থানীয় সংবাদকর্মীরা, যেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।