ঢাকা, ৩১ অক্টোবর ২০২৫ (শুক্রবার):
রাজধানীর অদূরে আশুলিয়ায় সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে বিদেশী অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য। এ ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল মধ্যরাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশুলিয়ার দুটি পৃথক স্থানে একযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১টি বিদেশী পিস্তল, ১টি দেশীয় পিস্তল, ৮ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ওয়াকিটকি, দেশীয় ধারালো অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে অভিযানকারী দল।
গ্রেফতারকৃত সাতজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডের যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জানানোর আহ্বান জানানো হয়েছে।