চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭।
র্যাব সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে হালিশহর এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা। এসময় ২০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
র্যাব জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় কয়েক লাখ টাকা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।