সোমবার বিকেলে তেঁতুলঝোড়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ডে যাদুরচড়ে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্নার মাগফেরাত কামনা ও শীতার্ত মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাভার থানা বিএনপি সাবেক সভাপতি হাজী জামাল উদ্দীন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার সহ স্থানীয় পযার্য়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি হাজী জামাল উদ্দীন সরকার বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেএী।তিনি দেশের জনগনের মঙ্গল কামনায় কখনও অন্যায়ের সাথে আপোষ করেন নি।আমরা সকলে এই মহান নেএীর রুহের আত্নার মাগফেরাত কামনা করছি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের মর্যাদা দান করেন।
সকলকে সাথে নিয়ে মরহুমা খালেদা জিয়ার জন্য দোয়া করা হয় এবং আগত অসহায় হতদরিদ্র মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।