সাভারের পৌর এলাকায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (৩১ মে) বিকেলে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন ফলপট্টিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মো. খোরশেদ আলম, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. মনিবুর রহমান চম্পক, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. রাশেদুজ্জামান বাচ্চু, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. ইউনুস খান এবং ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. মোশারফ হোসেন মোল্লা।
এ সময় বক্তারা বলেন, দেশের এই সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ শতাধিক মানুষের অংশগ্রহণে উক্ত কর্মসূচি মানবিক আবেগে ভরপুর হয়ে ওঠে। খাবার বিতরণ শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।