নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান। দীর্ঘ ২৯ বছর পর তার অপমৃত্যু মামলা হত্যা মামলায় রূপ নিয়েছে। মহানগর দায়রা জজ আদালতের নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যে রমনা থানায় মামা আলমগীর কুমকুম নতুন করে হত্যা মামলা দায়ের করেন।
সালমান শাহ হত্যা মামলায় প্রধান আসামি হিসেবে আছেন তার সাবেক স্ত্রী সামিরা হক। অন্য আসামিদের মধ্যে রয়েছেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদ।
মামলার গুরুত্বপূর্ণ নতুন তথ্য হিসেবে, ১৯৯৭ সালে আসামি রেজভী জবানবন্দিতে সালমান শাহ হত্যার দায় স্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, হত্যার ঘটনা ১২ লাখ টাকার চুক্তিতে সংঘটিত হয়েছিল। ঘটনার রাত ঢালিউড চিত্রনায়কের ওপর ধস্তাধস্তি ও ক্লোলোফর্মের মাধ্যমে বেহুশকরণ, পরে ইনজেকশন প্রয়োগ করে তাকে হত্যা করা হয় এবং সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয়।
সালমান শাহর মৃত্যুকে অতীতে অপমৃত্যু হিসেবে উল্লেখ করা হলেও, পরিবারের দাবিতে এবং নতুন প্রমাণের ভিত্তিতে হত্যার দায়ের মামলা এখন আদালতের মাধ্যমে অনুসন্ধান ও বিচারাধীন।