বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেঘনা উপজেলায় আগমন করেছেন কেন্দ্রীয় নেতা জনাব ডাঃ খন্দকার মারুফ হোসেন। তাঁর এই আগমনকে ঘিরে গোবিন্দপুর গ্রামজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
গ্রামবাসীর পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এ সময় স্থানীয় নেতাকর্মীরা জানান, ডাঃ মারুফ হোসেনের আগমন যুবদলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে সবাই ঐক্যবদ্ধভাবে দলের আদর্শে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
অনুষ্ঠানে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং দলের ৪৭ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন বক্তারা।
গোবিন্দপুর গ্রামবাসীর পক্ষ থেকে ডাঃ খন্দকার মারুফ হোসেনকে জানানো হয় অগাধ ভালোবাসা ও শুভেচ্ছা।