চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার এলাকায় র্যাব-৭, চট্টগ্রাম এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে মোট ১০ রাউন্ড কার্তুজও জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র এবং কার্তুজের নিরাপদ ব্যবস্থাপনার জন্য স্থানীয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এ ধরনের অভিযান স্থানীয় নিরাপত্তা জোরদারের পাশাপাশি অস্ত্র ও সন্ত্রাসমূলক কার্যক্রম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।