ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাচনে কার্য নির্বাহী পরিষদে পুনরায় নির্বাচিত হওয়ায় রাজু আহমেদকে অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক মহল ও নানা পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। নতুন নেতৃত্বের প্রতি আস্থা ও প্রত্যাশা ব্যক্ত করে তারা বলেন, গণমাধ্যম কর্মীদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিত ও সাংবাদিকতার স্বাধীনতা প্রতিষ্ঠায় নবনির্বাচিত সভাপতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
রাজু আহমেদের নেতৃত্বে ডিইউজে আরও শক্তিশালী সংগঠনে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। সাংবাদিকদের কল্যাণ, ন্যায্য দাবি আদায় এবং পেশাগত সমস্যাগুলোর সমাধানে অব্যাহত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
অভিনন্দন বার্তায় আরও বলা হয়, সত্য ও ন্যায়ের পথে থেকে সমাজের উন্নয়ন এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় সাংবাদিকদের অবদান আরও সুদৃঢ় হবে—এই প্রত্যাশা করছি।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটির সফলতা কামনা করেছেন সংশ্লিষ্ট সকলেই।