প্রতিবেদক: সাগর বাদশা
শাহবাগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ‘প্রতীকী বধ্যভূমি ১৯৭১’ প্রদর্শিত
১৯৭১ সালের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী প্রদর্শনী ‘লাইভপারফর্ম: প্রতীকী বধ্যভূমি ১৯৭১’। কালো কাপড়ে হাত-মুখ বাধা, শরীরে ক্ষত ও রক্তের চিহ্ন নিয়ে একদল নাট্যকর্মীর অংশগ্রহণে প্রদর্শনীটির আয়োজন করেছে বাংলাপরিসর নামের একটি সাংস্কৃতিক সংগঠন।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে শহীদ বুদ্ধিজীবী দিবসের একদিন আগে শাহবাগে এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই দেখা যায় প্রতীকী এক বধ্যভূমিতে সারিসারি লাশের স্তুপ। সাথে আবহ সংগীত ‘আমি দাম দিয়ে কিনেছি বাংলা’।
গানের পরে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাংবাদিক ও কথাসাহিনি ত্যক এহসান মাহমুদ। এসময় অন্যান্যদের মধ্যে বক্ত প্রদান করেন, প্রকাশক সাঈদ বারী, কবি জব্বার আল নাঈম, কবি ও কথাসাহিত্যিক রাসেল রায়হান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাপরিসরের সম্পাদক দীপান্ত রায়হান।
আলোচনাসভার পর ‘রাজাকার আল বদর কিছুই রবে না রে’ গানের মাধ্যমে প্রদর্শনী শেষ হয়। ব্যতিক্রম এই প্রদর্শনীটি যেন মনে করিয়ে দেয় একাত্তরের পাক বাহিনী ও তাদের দোসরদের বর্বরতার কথা।