টাঙ্গাইলের মির্জাপুরে যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে থানা প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনি মাধ্যমে শুভ সূচনা করা হয়।
ভোর ৬টা ৩৬ মিনিট মির্জাপুর উপজেলা চত্বরে মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে স্মৃতিসৌধ অর্জন এ পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি)মাসুদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোশারফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো:কহিনুর ইসলাম, সমাজ সেবা অফিসার মোবারক হোসেন, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম,

এসময় আরো পুস্পস্তবক অর্পণ করেন মির্জাপুর প্রেস ক্লাব,বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব মির্জাপুর শাখা,মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি, বনবিভাগ,পল্লী বিদ্যুৎ সমিতি, ফায়ার সার্ভিস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি,পৌর বিএনপি, বাংলাদেশ জাতীয় পাটি, মুক্তিযোদ্ধা সংসদ ,ছাএদল, কৃষক দল, শ্রমিক দল,সহ বিভিন্ন রাজনীতি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন।
পুস্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন ও শহীদ বীর মুক্তিযোদ্ধা বিদেহআত্নার মাগফেরাত কামণা ও দোয়া প্রার্থনা করা হয়।