স্টাফ রিপোর্টারঃ
সাভারের বিরুলিয়া ইউনিয়নের আকরান বউবাজার এলাকায় পঞ্চম শ্রেণীর ১১ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইয়াছিন হাওলাদার রাসেল (৩৩) নামে এক যুবকের বিরুদ্ধে।
ধর্ষণের ফলে শিশুটি বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা।
এঘটনায় অভিযুক্ত রাসেলকে আটক করেছ পুলিশ।
আটককৃত রাসেল বরিশালের ঝালকাঠি থানার বংকুরা গ্ৰামের রুহুল আমিন হাওলাদারের ছেলে।
প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্ত একই বাসায় ভাড়া থাকায় প্রথমে শিশুটিকে ফুসলিয়ে চকলেটের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ধর্ষণ করে। পরে শিশুটিকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়।
ঘটনাটি এলাকায় প্রকাশ পাওয়ার পর স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে।
বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওহাব গণমাধ্যমকে অবহিত করেন, ঘটনার সমস্ত দিক যাচাই করে, প্রমাণ সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসী ও স্থানীয়রা এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা সমাজের সকলকে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।