বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শহীদ আজিজ হলের শিক্ষার্থীদের উপর ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের লতিফ ছাত্রাবাসের শিক্ষার্থীদের আকস্মিক হামলার বিষয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য:
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শহীদ আজিজ হলের শিক্ষার্থীদের উপর গত ২৪ নভেম্বর ২৪ তারিখ রোজ রবিবার রাত আনুমানিক ৯ ঘটিকায় ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট এর লতিফ ছাত্রাবাসের শিক্ষার্থীরা আকস্মিক হামলার ঘটনা ঘটায়। ঘটনার সংবাদ পাওয়া মাত্রই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে পুলিশ মোতায়নের ব্যবস্থা করেন। ঘটনার ভয়াবহতা বিবেচনা করে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নিমিত্ত সেনাবাহিনীর সহায়তা কামনা করা হলে, তৎক্ষণাৎ ঘটনাস্থলে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থলে উপস্থিত প্রক্টরিয়াল টিম, হল প্রভোস্টসহ শিক্ষকগণের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় আহত শিক্ষার্থীদের দ্রুত হাসপাতালে নেয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। উক্ত ঘটনায় বুটেক্স-এর ৫১জন শিক্ষার্থী আহত হয়। তার মধ্যে ০৪ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মাননীয় উপাচার্য ঘটনার রাতেই হাসপাতালে যান এবং আহত শিক্ষার্থীদের সার্বিক খোঁজ খবর নেন। আহত শিক্ষার্থীদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃক বহন করার ব্যবস্থা গ্রহণ করা হয়।
উদ্ভুত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ডীন, বিভাগীয় প্রধান, প্রক্টর, সহকারী প্রক্টর, হল প্রভোস্ট, সহকারী হল প্রভোস্ট, হাউজ টিউটর, পরিচালক (শিক্ষার্থী কল্যাণ) ও প্রক্টরিয়াল বডির সকল সদস্যদের সমন্বয়ে মাননীয় উপাচার্যের সভাপতিত্বে জরুরী এক সভা অদ্য ২৫ নভেম্বর ২৪ তারিখ সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বর্ণিত ঘটনার সঠিক কারণ উদঘাটন, জড়িতদের চিহ্নিতকরণ ও ঘটনার ফলে বিশ্ববিদ্যালয়ের শহীদ আজিজ হলের বিভিন্ন ক্ষয়ক্ষতি নিরুপনের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং তদন্ত কমিটি ইতোমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছেন। এছাড়া নিরাপত্তা বিষয়ক কমিটি, দুই প্রতিষ্ঠানের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটিসহ মোট ০৭ টি কমিটি গঠন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ক্যাম্পাসসহ শহীদ আজিজ হল, জি.এম.এ.জি ওসমানী হল, সৈয়দ নজরুল ইসলাম হল ও শেখ হাসিনা হল-এর শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নিমিত্ত কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর সাথে সাক্ষাৎ করেন এবং ক্যাম্পাসসহ হলসমূহের নিরাপত্তা নিশ্চিত করার নিমিত্ত সার্বক্ষনিক পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করে নিরাপত্তা বিধানের জন্য অনুরোধ জানান এবং পুলিশ কমিশনার মহোদয় মাননীয় উপাচার্যকে এ বিষয়ে সর্বোচ্চ সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।