ভারতে চলছে ‘পুষ্পা ২’ ঝড়। দক্ষিণী তারকা আল্লু অর্জুন অভিনীত এই সিনেমা দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শক। এমন উন্মাদনার মধ্যেই গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের এক সিনেমা হলে ‘পুষ্পা ২’ দেখতে গিয়ে প্রাণ হারান এক নারী, আহত হন তার ছেলে।এই হতাহতের ঘটনাকে কেন্দ্র করে আইনি ঝামেলায় পড়েছেন আল্লু অর্জুন। প্রেক্ষাগৃহ মালিক এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।