1. sdamit152@gmail.com : Amit Sutradhar : Amit Sutradhar
  2. anandahotcool@gmail.com : Ananda Dada : Ananda Dada
  3. BishwajitSutradhar2687@gmail.com : Bishwajit Sutradhar : Bishwajit Sutradhar
  4. admin@dailyajkernews.com : dacaught :
  5. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib
  6. mdpallabsarkar6@gmail.com : MD Pallab Shorwer : MD Pallab Shorwer
  7. padistsagor1234@gmail.com : Sagor Badhsa : Sagor Badhsa

শিরোনাম
আজ আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি স্কাইডাইভিংয়ে সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড বাংলাদেশের বাংলাদেশ সীমান্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমানঘাঁটি নেটওয়ার্ক ফের চালু করবে ভারত মমতাজ বেগমের ৩ বাড়িসহ জমি জব্দের নির্দেশ আদালতের তেঁতুলঝোড়া ইউনিয়নে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্নার মাগফেরাত কামনা ও শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরন ঢাকা-১৫ আসনে ২০২৬ নির্বাচনে দুই শফিকের হাড্ডাহাড্ডি লড়াই ভিপি আয়নুল হক সিরাজগঞ্জ–৩ আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির ২য় সমাবর্তনে ওয়ারফেইজের জমকালো পারফরম্যান্স জাঁকজমকপূর্ণ আয়োজনে সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত, স্বর্ণপদক পেলেন ৯৬ কৃতি শিক্ষার্থী মাইক্রোবায়োলজি টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মামুন আহমেদ
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

ডা. আতিকের ভুল চিকিৎসার অভিযোগ, প্রাণ গেল তরুণ কর্মকর্তা হেলালের

নিজস্ব প্রতিবেদন / ৫২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

অর্থলোভে প্রতারণার আশ্রয় নিয়ে ভুল চিকিৎসা করার অভিযোগ উঠেছে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) ও হাসপাতালের সহকারী অধ্যাপক এবং কাকরাইল ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের কনসালট্যান্ট ডা. কে এম আতিকুল ইসলামের বিরুদ্ধে। তার অপচিকিৎসার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) তরুণ কর্মকর্তা হেলাল ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন হেলালের পরিবার ও স্বজনরা।

হেলালের ছোট বোন উম্মে ছাবেরীন স্মৃতি জানান, তার ভাই বাম চোখে ঝাপসা দেখার কারণে চিকিৎসকের শরণাপন্ন হন। পরে ডা. আতিকের ভুল চিকিৎসার শিকার হয়ে প্রাণ হারান।

তিনি বলেন, “আমরা এই চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং চিকিৎসাখাতের পরিবর্তন চাই। এভাবে আর কত প্রাণ নিভে যাবে, কে নেবে দায়? আমার ভাইয়ের দুটি সন্তান এখন এতিম হয়ে গেছে। আমরা এই চিকিৎসকের বিচার ও লাইসেন্স বাতিল চাই।”

হেলালের মামা মোহাম্মদ আসাদ আলী ভূঁইয়া অভিযোগ করেন, অপারেশনের আগে ও পরে ডা. আতিকের বক্তব্যে বিরাট অমিল ছিল। তিনি বলেন, “ডা. আতিক অপারেশনের আগে বলেন এটি ছোট সার্জারি, তিন দিনের মধ্যে রোগী হেঁটে বাসায় ফিরবেন। কিন্তু অপারেশনের পরে জানান এটি বড় অপারেশন ছিল এবং দোয়া করতে বলেন। আমরা সিটি স্ক্যান রিপোর্ট চাইলে তা দেননি, বরং রিপোর্ট গায়েব করেছেন।”

লিখিত অভিযোগের বিস্তারিত-

লিখিত বক্তব্যে ছাবেরীন স্মৃতি জানান, এমআরআই রিপোর্টে হেলালের ব্রেনে ৩.৬৬×২.৬৪×২.১৮ সেমি আকারের Macroadenoma of pituitary gland ধরা পড়ে। গত ১২ জুলাই কাকরাইল ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে সাক্ষাতে ডা. আতিক দ্রুত অপারেশনের পরামর্শ দেন। তিনি জানান, নাকের ভেতর দিয়ে এন্ডোস্কপিক সার্জারির মাধ্যমে টিউমার অপসারণ করা হবে—যা তিনি “মাইনর অপারেশন” বলে দাবি করেন এবং একে ঝুঁকিমুক্ত হিসেবে উপস্থাপন করেন।

ডা. আতিক নিজেকে জাপান-প্রশিক্ষিত বাংলাদেশের একমাত্র এন্ডোস্কপিক নিউরোসার্জন হিসেবে পরিচয় দিয়ে শতভাগ সুস্থতার গ্যারান্টি দেন এবং বলেন চার দিন পর হেলাল স্বাভাবিকভাবে অফিস করতে পারবেন।

পরিবার অভিযোগ করে, নিউরোসাইন্স হাসপাতালে অপারেশন করতে চাইলে ডাক্তার নিরুৎসাহিত করেন এবং ভয় দেখান যে বাম চোখ অন্ধ হয়ে যাবে। তিনি বিদেশে চিকিৎসার প্রস্তাবও নাকচ করে দিয়ে দাবি করেন, “বিদেশে ব্যর্থ হয়ে অনেকেই আমার কাছে ফিরে এসে অপারেশন করিয়েছে।”

অভিযোগে আরও বলা হয়, রোগীকে দ্রুত অপারেশনে রাজি করাতে ভয়ভীতি প্রদর্শন করেন ডা. আতিক, যাতে সময় পেলে হেলাল অন্যত্র চিকিৎসা নিতে না পারেন এবং এতে তিনি আর্থিকভাবে বঞ্চিত না হন।

সংবাদ সম্মেলনে হেলালের পরিবার ও স্বজনরা ডা. আতিকুল ইসলামের দৃষ্টান্তমূলক বিচার, চিকিৎসক লাইসেন্স বাতিল এবং ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের অব্যবস্থাপনার দায় নিরূপণ করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ